প্রকাশ : ২৮ নভেম্বর ২০২০, ১৮:১০
করোনা পরিস্থিতিতে জনসচেতনতামূলক প্রচারণা
ব্রাহ্মণবাড়িয়ায় রামরাইল ইউনিয়নের উলচাপাড়া, ভোলাচং, সেন্দ এলাকায় সদর আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
|আরো খবর
শনিবার সকালে সদর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রামরাইল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন ভূঁইয়া বাবুর উদ্যোগে জনসচেতনতা মূলক প্রচারণা ও শতাধিক লোকের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজ্জম, সদর উপজেলা স্বেচ্চাসেবকলীগের সহসভাপতি হাবিবুর রহমান, স্বেচ্চাসেবকলীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকলীগের রামরাইল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শেখ উজ্জ্বল, যুবলীগ নেতা লিটন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. খায়েশ মিয়া।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা রনি, ছাত্রলীগ নেতা রাব্বি ভূইয়া, যুবলীগ নেতা মাসুদ মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এনকে