প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ২০:৩৬
দেশসেরা প্রাথমিক শিক্ষককে সংবর্ধনা
প্রাথমিক বিদ্যালয়ের দেশসেরা শিক্ষক শহিদুল ইসলামকে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়ন পরিষদ সোমবার সংবর্ধনা প্রদান করেছে।
|আরো খবর
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খানের সভাপতিত্বে ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব গোলাম রহমান মিঞা।
সভায় অন্যানের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াকান্দি উপজেলা শাখা সভাপতি এমএ হান্নান, বালিয়াকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, মনিরুজ্জামান মনির, বশীর আহমেদ মিনু ও ফারুক হোসেন মন্ডল প্রমুখ।
এ সভায় উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এসএমসির সভাপতিবৃন্দ ও অন্যান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশসেরা শিক্ষক শহিদুল ইসলামের কৃতিত্ব আমাদের বালিযাকান্দি তথা স্বাবলম্বী ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। সেরা শিক্ষক শহিদুলের জন্য আজ শ্রদ্ধা, ভালোবাসা, স্মৃতিচারণে অনবদ্য একটি দিন। এ স্মৃতি অম্লান হয়ে থাকবে।
বাংলাদেশ জার্নাল/এনএইচ