প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ০৭:১৩
বরফ মিলের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
বরগুনার পাথরঘাটা উপজেলায় বরফ মিলের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে সম্রাট নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ একাধিক ব্যক্তি।
|আরো খবর
বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের আলম মোল্লা মালিকানাধীন একটি বরফ মিলে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা উদ্ধার কাজে এলেও গ্যাসের দুর্গন্ধ কারণে কাছাকাছি যেতে পারেনি। কিছুক্ষণ পরে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক সম্রাট নামে একজন মৃত্যু নিশ্চিত করেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিষয়টি আমরা জেনেছি- একজনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এইচকে