প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৫
দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রয়াস দরকার
দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রয়াস দরকার বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
|আরো খবর
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে বার্ষিক প্রতিবেদন ২০১৯ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
এসময় মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ২০১৯ সালে দুদকে মোট অভিযোগ আসে ২১ হাজার ৩৭১টি, অনুসন্ধানের জন্য নেওয়া হয় এক হাজার ৭১০টি, একই বছরে মোট মামলা হয়েছে ২৬৩টি, চার্জশিট দেওয়া হয়েছে ২৬৭টির, সাজার হার ছিল ৬৩ শতাংশ।
২০২০ সালে আমাদের সাজার হার ৭৭ শতাংশ। আগের তুলনায় কাজের গতি বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।