প্রকাশ : ০২ মার্চ ২০২১, ১৬:৪৪
দিনাজপুরে জনতার মারধরে ডাকাতের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে ডাকাতির প্রস্তুতিকালে জনতার মারধরে জিয়ারুল ইসলাম (৩০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত জিয়ারুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সোনাপুর বুড়িগঞ্জ এলাকার সোবাহান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের সুলতানপুর বেলঘাট এলাকায় কয়েকটি বাড়িকে কেন্দ্র করে ১০/১২ জন ডাকাত গরু ডাকাতির জন্য প্রস্তুতি নেয়। ডাকাতদলের উপস্থিতি বুঝতে পেরে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করে।
এ সময় অন্যান্য ডাকাতেরা পালিয়ে গেলেও জিয়ারুল পিকআপভ্যানে উটতে না পারায় জনতার হাতে ধরা পড়ে। পরে তাকে মারধর করে তারা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জিয়ারুলকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জার্নাল/এসকে