ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

প্রধানমন্ত্রীকে মেসেজ পাঠিয়ে জমি-ঘর-অর্থ পেলেন রানী বেগম

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২১, ১৮:২১

প্রধানমন্ত্রীকে মেসেজ পাঠিয়ে জমি-ঘর-অর্থ পেলেন রানী বেগম
প্রধানমন্ত্রীকে মেসেজ পাঠিয়ে জমি-ঘর-অর্থ পেলেন রানী বেগম

পটুয়াখালীর গলাচিপার রানী বেগম প্রধানমন্ত্রীর নম্বরে মেসেজ পাঠিয়ে জমি, ঘরসহ নগদ অর্থ সহায়তা পেয়েছেন। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

মঙ্গলবার বিকালে আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে গিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে রানী বেগমের জন্য বরাদ্দকৃত ঘরের জায়গাসহ ছেলে মেয়ের পড়াশুনার জন্য নগদ দশ হাজার টাকা তুলে দেন।

জানা যায়, উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের রহম আলী শেখের মেয়ে রানী বেগম (৩৫)। তার স্বামী মো. সহিদুল মোল্লা (৪২), দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। অর্থের অভাবে ঘর নির্মাণসহ সন্তানদের পড়াশুনা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন রানী বেগম। এরপর ভাগ্যক্রমে প্রধানমন্ত্রীর সহায়তায় দুঃশ্চিন্তামুক্ত হন রানী বেগম।

রানী বেগম বলেন, ‌‌‘গত ১৫/২০ দিন আগে আমি আমার মোবাইল থেকে একটি মেসেজ পাঠাই প্রধানমন্ত্রীর নম্বরে। এর তিন চার দিন পরেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন দিয়ে আমার সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা জানতে চাওয়া হয়। আমি সবকিছু তাদেরকে খুলে বলি। তার দু’এক দিন পরেই আমাকে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ফোন দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ঘর দেয়ার কথা বলেন। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি এতকিছু সম্ভব। পরের দিন আমখোলা ভূমি অফিসের তহশীলদার আমাকে ফোন দিয়ে আমার কাছে আসেন। আমাকে ঘর দেয়ার জন্য সরকারি জায়গা ঠিক করেন। আমি সত্যিই হতবাক হয়ে গেছি আমার কাছে পুরোটাই এখনও স্বপ্ন মনে হচ্ছে।’

রানী বেগম আরো বলেন, ‘আমার স্বপ্ন ছিলো প্রধানমন্ত্রীর সাথে দেখা করার, একটু কথা বলার। আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। আমি আমার মেসেজ এর উত্তর পেয়েছি। আমি আজ কতটা আনন্দিত ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই।’

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘর রানী বেগমকে দেয়া হয়েছে এবং তার ছেলে-মেয়েদের পড়ালেখার জন্য নগদ দশ হাজার টাকা দেয়া হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত