ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২১, ১৭:০৯  
আপডেট :
 ২৫ মে ২০২১, ১৭:১৬

সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি।

প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে অভ্যন্তরীণ নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে, মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে ঘণ্টায় ২১ কিলোমিটার গতি নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। এটি বিকেলের মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। তখন বাতাসের গতি ঘণ্টায় ১৬৫ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। উপকূল থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আর মাত্র ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আরো পড়ুন-

ফুঁসে উঠেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড়ের কোন সতর্ক সংকেতের কী মানে?

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত