ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কালাই পৌর এলাকায় বিধিনিষেধ আরোপ

  জেলা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২১, ২৩:৫৬  
আপডেট :
 ১৯ জুন ২০২১, ০০:২১

কালাই পৌর এলাকায় বিধিনিষেধ আরোপ
ফাইল ছবি।

করোনা আক্রান্ত হয়ে জয়পুরহাটে ১ হাজার ৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভ এসেছে।

এ অবস্থায় জেলায় করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

শুক্রবার বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার জানান, পৌরসভা এলাকায় বিকেল পাঁচটা থেকে সকাল ছয়টা পর্যন্ত দোকান-পাটসহ বাস চলাচল বন্ধ থাকবে। তবে ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে। চলবে দূরপাল্লার বাস।

বৃহস্পতিবার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭৩ জনের নমুনার অ্যান্টিজেন পরীক্ষায় ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, জয়পুরহাট সদর পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় গত ৭ জুন থেকে বিধিনিষেধ চলছে। শুক্রবার থেকে কালাই পৌর এলাকাতেও এ বিধিনিষেধ আরোপ করা হলো।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত