ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

যশোরে করোনা ও উপসর্গে মৃত্যু ১০, শনাক্ত ১২১

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২১, ১৮:২৮  
আপডেট :
 ২৪ জুন ২০২১, ১৮:৪৬

যশোরে করোনা ও উপসর্গে মৃত্যু ১০, শনাক্ত ১২১
প্রতীকী ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।

উচ্চঝুঁকির কারণে যশোর লকডাউন চলছে। কিন্তু সাধারণ মানুষ নানা অজুহাতে বাহিরে যাচ্ছে। লকডাউন সফল করার জন্য যশোর পৌর এলাকায় ৮টি টিমে নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজ করছে। সেইসঙ্গে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের।

স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ শতাংশ। মারা গেছেন ১০ জন। এদের মধ্যে ৬ জন করোনা রোগী এবং অপর ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪২ জন।

যশোর সদর হাসপাতালের আরএমও আরিফ আহমেদ বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনায় যারা মৃত্যুবরণ করছে, তারা অধিকাংশই উপজেলা থেকে আসছে। হাসপাতালের শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপের মধ্যে রয়েছেন চিকিৎসকরা।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) থেকে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যশোর পৌর এলাকায় ৮টি টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত