ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে ধোঁয়া, এলাকায় আতঙ্ক

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৮:১৪

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে ধোঁয়া, এলাকায় আতঙ্ক

চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার থেকে হঠাৎ ধোঁয়া বের হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয় পড়ে। তবে কনটেইনারটি সরিয়ে নেয়ার পর ধোঁয়া নির্গমন বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

কনটেইনারে কী ছিল জানতে চাইলে বন্দরের সচিব ওমর ফারুক বলেন, কনটেইনারের পণ্য অনেক আগে আমদানি করা হয়েছিল। কনটেইনারে অ্যাসিড থাকতে পারে।

বন্দর সচিব ওমর ফারুক জানান, পুরনো ও জরাজীর্ণ কনটেইনারগুলো এমনিতেই বন্দরের একপাশে রাখা ছিল। দ্রুত বন্দরের যন্ত্র দিয়ে কনটেইনারটি আলাদা করে সরিয়ে রাখা হয়। এর আগেই ধোঁয়া নির্গমন বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

গত শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ দুপুরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম। আজ দুজনের লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত