গণহত্যাকারীদের ক্ষমতায় বসায় জিয়া: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ১৬:১৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৭:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাচিপের সম্মেলনে বলেছেন, যারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধে গণহত্যা চালিয়েছে, পাক বাহিনীকে গ্রামের পর গ্রাম নিয়ে গেছে মানুষকে হত্যার জন্য, তাদেরকেই ক্ষমতায় বসিয়েছে জেনারেল জিয়া। জাতির পিতার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। এই হত্যাকারীদের ইনডেমনিটি অর্ডারের মাধ্যমে বিচাররের হাত থেকে রেহাই দেয়া হয়েছে।
|আরো খবর
শুক্রবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানে রশিদ আর ডালিম রয়েছে। আর একজনের খবর পাওয়া যাচ্ছে না। তারা পৃথিবীর যেখানেই থাক, খুঁজে এনে বিচার করা হবে।
আরও পড়ুন: স্বাচিপের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ জার্নাল/এমপি