ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

বিএনপিতে কী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার আর কেউ নেই: প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৮  
আপডেট :
 ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৪

বিএনপিতে কী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার আর কেউ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিতে কি এমন কেউ নেই, যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা যেত। একটা লোক কি খুঁজে পাওয়া গেল না, যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা যেত। বিএনপির নেতৃত্বের কি এতোই দৈন্যদশা যে অন্য কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে পারত না।

ইতালি সফর থেকে ফিরে সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হলে কেউ তাদের দলে থাকতে পারবে না, তারা (বিএনপি) সেটা সংশোধন করে নিল। এটা ঠিক চেয়ারম্যান না থাকলে এক নম্বর ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হবেন চেয়ারম্যান। কিন্তু তিনিও আবার ফেরারী আসামি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির একটি গঠনতন্ত্র আছে, ওটার কোনো খোঁজও পাওয়া যায় না। বিএনপিতে সব ক্ষমতা চেয়ারম্যানের হাতে, আমাদের গঠনতন্ত্রে তা নেই।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭ বছরের সাজা ও তারেক রহমানের ১০ বছরের সাজা দেন আদালত। এরপর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আর খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় দলটির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে।

/এসবি/

আরও পড়ুন :

‘শেষ, এবার যাই তাহলে’

‘মন্ত্রী-সচিব তো প্রশ্নফাঁস করেনি, যারা করেছে ধরিয়ে দেন’

এমসিকিউ বন্ধ করে দেয়া হবে: প্রধানমন্ত্রী

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান প্রধানমন্ত্রী

তিনটি সুখবর দিলাম, আরেকটি পরে দেব: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ
  • পঠিত