ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

পাথরবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী

  নিহত প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৬

পাথরবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী
ছবি : সংগৃহীত

সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।

নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার পুত্র হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিশরপাশার রনুজিত শাহার ছেলে পার্থ সাহা (২৩)।

আহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪৫), হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জের গৌরীনগর এলাকায় সিলেটগামী পাথরবাহী ঢাকা মেট্টো: ট-২৪-৩৭২২ ট্রাকের ধাক্কায় সিএনজির ৬ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক রয়েছে। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত