ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নড়াইলে তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৩২

নড়াইলে তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ
নড়াইলে তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ। ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজে প্রচন্ড তাপদাহের কারণে স্কুল শাখায় ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্য ৬ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো ৬ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্রী এবং ৪ জন ছাত্র। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের মাঝে বমি, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। সোমবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এঘটনা ঘটে।

লোহাগড়া ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিদ্য সরকার বলেন, স্কুল চলাকালীন সময়ে হঠাৎ বেলা সোয়া ১১ টার দিকে ১৫ জনেরও বেশি শিক্ষার্থী প্রচন্ড তাপদাহের কারণে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্য ৬ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। এসময় ইতনা সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা. বজলুর রহমানকে খবর দেয়া হলে তিনি দ্রুত স্কুলে চলে আসেন। পরে অসুস্থ শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ইতনা সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমন জানান, তীব্র তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। সবার হার্টবিট বেশি ছিল, সবার প্রচুর পরিমাণে ঘাম বের হচ্ছিলো। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অসুস্থ শিক্ষার্থীদেরকে উন্নত চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ প্রদান করেন ওই অসুস্থ শিক্ষার্থীদের অবিভাবকদের।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে দ্রুত ওই বিদ্যালয়ে চিকিৎসক পাঠানো হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে পাঠানো হয়েছে। সকলেই ভালো আছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত