ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

‘আমার মেয়েকে অন্ধকার কবরে নিও না’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১২:৫০  
আপডেট :
 ২০ মার্চ ২০১৮, ১৩:০২

‘আমার মেয়েকে অন্ধকার কবরে নিও না’

‘আমার মেয়েকে অন্ধকার কবরে নিয়ে যেও না। বাবুটা একা থাকতে পারবে না। আমার মামনিটা আমাকে ছাড়া কখনো একা থাকেনি। কবরে ও একা থাকবে কীভাবে? আমাকেও ওর সঙ্গে নিয়ে যাও।’

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের নিহত পাইলট পৃথুলা রশীদের মা রাফেজা বেগম মেয়ের কফিনের উপর শুয়ে আর্তনাদ করে এসব কথা বলছিলেন।

রাফেজা বেগম বলেন, ‘মাগো মা, আমাকে ছেড়ে তুই কেমনে চলে যাবি? তুই আমার একমাত্র বুকের ধন। তুই চলে গেলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। তুই ছাড়াতো আমার আর কেউ নাই। ও চলে গেলে কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে আদর করে খাবার খাইয়ে দিবে।’ বলতে বলতে বারবার মূর্ছা যান ক্যান্সারে আক্রান্ত রাফেজা বেগম।

সোমবার বাংলাদেশে আনা হয় নিহত পৃথুলার মরদেহ। আর্মি স্টেডিয়ামে এনে জানাজা পড়ানো হয়। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর সোমবার রাত ৮টায় পৃথুলাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে দাফন করা হয়।

আরো খবর:

‘মজা নিয়ে আসবে বলেছিল, কিন্তু ফিরে এল লাশ হয়ে’

স্বামী-সন্তানের মরদেহ দেখে অচেতন হয়ে যান এ্যানি

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত