ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

গ্রাহকদের ৫ কোটি টাকা হাতিয়ে উধাও এনজিও

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ০৮:৫৬  
আপডেট :
 ২২ জুলাই ২০১৮, ১০:৫৩

গ্রাহকদের ৫ কোটি টাকা হাতিয়ে উধাও এনজিও

কুষ্টিয়ায় গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে নাম সর্বস্ব এক এনজিও। মাত্র ২ সপ্তাহ আগে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকায় ৪তলা এক ভাড়া বাড়িতে ওই এনজিও'র কার্যক্রম শুরু হয়।

শনিবার লোভনীয় অঙ্কের ঋণ দেয়ার কথা থাকলেও তার দু’দিন আগেই চম্পট দেয় ওই এনজিও’র কর্মকর্তারা। সর্বস্ব হারিয়ে হাজারো বিক্ষুব্ধ গ্রাহক দোষীদের বিচার দাবী করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তাহ দু’য়েক আগে এনডিএস নামে নাম সর্বস্ব ওই এনজিও কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা খাদেমুল ইসলামের চারতলা বাড়ির নিচ তলায় ভাড়া নিয়ে ঋণ কার্যক্রম শুরু করে। ১০ হাজার টাকা জমা দিলে দেয়া হবে এক লাখ টাকা, ২০ হাজার টাকায় দু’লাখ, টাকার অঙ্ক বাড়লে ঋণের পরিমাণও বাড়ানো হবে, এমন সব লোভনীয় অফারে হুমড়ি খেয়ে পড়েন কুষ্টিয়া শহর ও কুমারখালী উপজেলার সহস্রাধিক মানুষ।

কুষ্টিয়া শহরতলীর হাটশ হরিপুর গ্রামের বাসিন্দা কল্পনা খাতুন ১ লাখ টাকা ঋণ নিবেন বলে বৃহস্পতিবার (১৯ জুলাই) ১০ হাজার টাকা তুলে দিয়েছেন এনজিও কর্মকর্তাদের হাতে। যদিও ওই ১০ হাজার টাকা চড়া সুদে ধার নেন প্রতিবেশীর কাছ থেকে। মাত্র ১০% সুদে দুই বছরের মাথায় শোধ দেবার কথা কল্পনার। শনিবার সেই ১লাখ টাকা দেয়ার কথা। শনিবার সকালে হাজির এনজিও কার্যালয়ের সামনে। কিন্তু অফিস তালাবদ্ধ দেখতে পান তিনি।

জানা গেছে, বাড়ি ভাড়া দেয়ার সময় ভাড়াটিয়াদের জীবনবৃত্তান্ত জেনে ভাড়া দেবার কথা থাকলেও এক্ষেত্রে বাড়ি মালিক তা করেননি। গ্রাহকদের অভিযোগ, বাড়ির মালিকের যোগসাজশে কথিত এনজিও কর্মকর্তারা তাদের অর্থ আত্মসাৎ করেছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গ্রাহকদের উচিত ছিল এনজিও সম্পর্কে খোঁজ খবর নিয়ে লেনদেন করা। কিন্তু সেটি তারা করেনি। একইসঙ্গে বাড়ি মালিকও ভাড়াটিয়াদের সম্পর্কে না জেনে বাড়ি ভাড়া দিয়েছে। তবে প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এনজিও কর্মকর্তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত