ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৯, ২৩:৫৩

অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত

নেত্রকোনার মদন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে চাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকা মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী জানায়, জেলার মদন উপজেলা সদরের মদন বাজারে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে কাপড়ের দোকানে আগুনের লাগে। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিক ছড়িয়ে পড়ে। বাজারে ঘনবসতি থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই ২০টি কাপড়ের দোকান পুড়ে যায়।

খবর পেয়ে মদন উপজেলা অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুনের সূত্রপাত নির্ণয় করতে পারেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মদন ফায়ার সাভির্স স্টেশনের স্টেশন অফিসার (এসও) আহমেদুল কবীর জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সাকির্ট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত