ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বরিশালে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫০ ডেঙ্গু রোগী

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৯, ২০:৫৯  
আপডেট :
 ১৬ আগস্ট ২০১৯, ২১:০১

বরিশালে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫০ ডেঙ্গু রোগী

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫০ জন রোগী।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এসব রোগী ভর্তি হয়েছেন। এর আগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ৬৭ জন।

বর্তমানে হাসপাতালে মোট ২৬৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ১৪৫, নারী ৫২ এবং ৭২ জন শিশু। বৃহস্পতিবার ভর্তি ছিল ২৯৯ জন।

হাসপাতালটির এ পরিচালক আরো জানান, গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে ১ হাজার ১১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪৯ জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ডেঙ্গু রোগীর মত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত