প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ২১:১৮
ব্রাহ্মণবাড়িয়ায় চালু হলো ভিগো’র বৃহত্তম শাখা

ব্রাহ্মণবাড়িয়ায় চালু করা হয়েছে ভিগো’র বৃহত্তম এক্সক্লুসিভ শাখা। রোববার বিকেল ৫টায় উৎসবমুখর পরিবেশে শান্তির প্রতীক পায়রা, বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো’র শো রুম মেসার্স মাহদী এন্টারপ্রাইজর উদ্বোধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এই শাখাটি ভিগো ইলেকট্রনিক্স এক্সক্লুসিভ -র ৫৬তম শাখা।
|আরো খবর
এ শাখাটি ব্রাক্ষণবাড়িয়া জেলার ভিগো’র দ্বিতীয় বৃহত্তর শাখা। এই শাখা থেকে জেলার বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হবে। নতুন শাখার উদ্বোধন উপলক্ষে মাহদী এন্টারপ্রাইজ দিচ্ছে বিশেষ অফার ফ্রিজ, এসি, টিভিসহ সব পণ্যে ১০% ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে অপস্থিত ছিলেন কে এম সামসুজ্জামান সহকারী জেনারেল ম্যানেজার, আরএফএল এক্সক্লুসিভ শো রুম, মনিরুল ইসলাম মনির মেসার্স মাহদী এন্টারপ্রাইজ-এর ব্যবস্থাপনা পরিচালক, মো. মনজুর হোসেন মজুমদার, সেলস এক্সকিউটিভ ভিগো এক্সক্লুসিভ শো রুম আরএফএল, মুক্তিযুদ্ধা মো. জিল্লুর রহমান, শফিক মাস্টার এবং আলমগীর মাস্টার প্রমুখ।
ডিপি/