ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

সারদা সুন্দরী মহিলা কলেজে বসন্তবরণ

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০

সারদা সুন্দরী মহিলা কলেজে বসন্তবরণ

বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছেন ফরিদপুর ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে শিক্ষার্থীরা হলুদ, কমলা ও বাসন্তী রঙের পোশাকে সেজে কলেজে আসেন। কারও কারও খোঁপায় ঠাই পায় জারবেরা, গোলাপ আর হলুদ গাঁদা।

উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ হীরক। এ সময় উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ আব্দুর রহমান বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক কাজী সাইফুদ্দিন আল মাহমুদ, পরিষদের যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিপিকা রাণী ঘোষ, বাংলা বিভাগের প্রভাষক সুরঞ্জিত ঘোষ, ইতিহাস বিভাগের শেখ জামাল, সোনিয়া আক্তার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বসন্তবরণে গান পরিবেশনসহ সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত