প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১২:৩৬
ছুটিতে শিক্ষকদের করণীয় নিয়ে জরুরি নির্দেশনা
মহামারি করোনার সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সকল ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেন স্কুলের ছুটি বাড়ানো হয়েছে।
|আরো খবর
এ সময়ে নিজেদের এবং অন্যদের প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুরক্ষার লক্ষে শিক্ষার্থীরা যেন নিজ নিজ বাসস্থানে অবস্থান করে সেটা তদারকি এবং নিশ্চিত করবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
শুক্রবার (১৫ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একটি জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন। স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সেই বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।
আরো পড়ুন
এমপিও জটিলতা কাটলো যেসব শিক্ষকদের
আরো ১৪ দিন বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
২০ জানুয়ারির মধ্যে সরকারি মাধ্যমিকে ভর্তি
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ