ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

শতভাগ বোনাস না দিলে প্রেসক্লাব চত্বরে ঈদ করবে শিক্ষকরা

  মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২১, ১৬:২৭  
আপডেট :
 ২৯ এপ্রিল ২০২১, ১৬:৩২

শতভাগ বোনাস না দিলে প্রেসক্লাব চত্বরে ঈদ করবে শিক্ষকরা
ছবি- প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শতভাগ ঈদ বোনাসের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম।

বৃহস্পতিবার বেলা ১১টায় মনোহরদী সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বাংলাাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় সরকারের কাছে ঈদুল ফিতরে শতভাগ ঈদ বোনাসের দাবি তুলে ধরেন তারা। অন্যথায় তারা এবার ঢাকা প্রেসক্লাব চত্বরে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছেন। এছাড়া বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতারও দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সহ-সভাপতি রুহুল আমিন সরকার, যুগ্ম মহাসচীব মোঃ তোফাজ্জল হোসেন , মোঃ সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত