প্রকাশ : ১২ জানুয়ারি ২০২১, ০৬:২৩
ইতালি থেকে ‘সর্বোচ্চ রেমিট্যান্স’ প্রেরণকারীদের সম্মাননা
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উপলক্ষে ইতালির রোম এর বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের পুরস্কার ঘোষণা করেছে। এবার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ৫ জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়।
|আরো খবর
তারা হলেন- কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মামুন, মো. সফিউল্লাহ, কামরুল হাসান, মেহেনাস তাবাসসুম ও ‘বাংলা এসআরএল’ নামে একটি প্রতিষ্ঠান।
শুক্রবার দেশটির রাজধানী রোমে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত শামীম আহসান।
বৈধপথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে ২০১৯ সাল থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানায় বাংলাদেশ দূতাবাস। তারই ধারাবাহিকতায় এবছরও দিবসটি উপলক্ষে এসব ব্যক্তিদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও পড়ুন- মধ্যপ্রাচ্যে মোবাইল পাসপোর্ট সেন্টার স্থাপনের সুপারিশ
বাংলাদেশ জার্নাল/আর