ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল ব্রিটিশ এয়ারওয়েজের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৮:৫৬  
আপডেট :
 ২৯ জানুয়ারি ২০২০, ১৯:০৬

চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল ব্রিটিশ এয়ারওয়েজের

চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করলে ব্রিটিশ এয়ারওয়েজ। যার ফলে ব্রিটিশ এয়ারওয়েজের আর কোনো বিমান চীনের উদ্দেশ্যে যাত্রা করবে না। পাশাপাশি, চীন থেকেও ব্রিটিশ এয়ারওয়েজের কোনো ফ্লাইট অন্য দেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর পাওয়া গেছে।

বুধবার ব্রিটিশ এয়ারওয়েজের এক বিবৃতিতে জানানো হয়, ‘করোনা ভাইরাস নিয়ে বর্তমানে উদ্ভুত পরিস্থিতিতে সকল চীনের সঙ্গে সকল ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। যাত্রী এবং ক্রুদের স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করেই আমরা সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছি। সম্মানিত যাত্রীদের দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

ফ্লাইট বাতিলের এই সাময়িক অসুবিধার চেয়ে তাদের যাত্রী এবং ক্রুদের স্বাস্থ্যগত নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ বলে জানায় তারা। এর আগে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, একান্ত জরুরী প্রয়োজন ছাড়া কোনো ব্রিটিশ নাগরিক যেনো চীন ভ্রমণ না করেন।

  • সর্বশেষ
  • পঠিত