ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১১৬৯ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১১:৫৩

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১১৬৯ জনের মৃত্যু

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ১১৬৯ জন মারা গেছেন। এর আগে একদিনে দেশটিতে এতো মানুষ মারা যায়নি। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এর আগে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ছিল ইতালির। ২৭ মার্চ দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬৯ জনের মৃত্যু হয়।

এ মহামারিতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬০৫৩ জন মারা গেছেন। তবে ইতালিতের সর্বাধিক ১৩ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে স্পেনে মারা গেছেন ১০৩৪৮ জন।

আক্রান্তের সংখ্যায়ও রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটিতে আরও ৩০ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৪০ জন, যা কোনো দেশের তুলনায় সর্বাধিক।

যুক্তরাষ্ট্রে মহামারির কেন্দ্র নিউইয়র্ক সিটি। সেখানে ১৫৬২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৮০৯। যুক্তরাষ্ট্রে এক থেকে আড়াই লাখ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউস।

  • সর্বশেষ
  • পঠিত