ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

প্রেসিডেন্ট বিতর্কের পূর্বে করফাঁকির তাস

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪১  
আপডেট :
 ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৮

প্রেসিডেন্ট বিতর্কের পূর্বে করফাঁকির তাস

বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় প্রথমবারের প্রেসিডেন্ট বিতর্কে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। বিতর্কের একদিন পূর্বেই নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিগত ১০ বছরে কোনো আয়কর দেন নি ট্রাম্প। ফলে বিতর্ক জমে উঠবে করফাঁকির অভিযোগ নিয়ে নানা প্রশ্ন। খবর সিএনএনের।

ট্রাম্প এটিকে ভুয়া খবর বললেও বাইডেন ও ডেমোক্রেটরা এই বিষয়টিকে তুরুপের তাস হিসেবেই গ্রহণ করেছেন। হাউসের ডেমোক্রেট স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের করফাঁকিকে ‘জাতীয় নিরাপত্তা’ ইস্যু হিসেবে অভিহিত করেছেন। জো বাইডেনের প্রচারণা শিবির মার্কিন কর ব্যবস্থার সমালোচনা করেছে যেখানে কি না বিলিওনাররা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়ে আসছে। এদিকে রিপাবলিকান শিবির এখন পর্যন্ত এই করফাঁকির কেলেঙ্কারি নিয়ে কোনো মন্তব্য করে নি।

স্থানীয় সময় ৭ অক্টোবর বিতর্ক করবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। ১৫ ও ২২ অক্টোবর ট্রাম্প বাইডেন পুনরায় বিতর্ক করবেন।

আরো পড়ুন: টিভি শো থেকে ৪২৭ মিলিয়ন ডলার আয় ট্রাম্পের

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত