ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আর্মেনিয়া-আজারবাইজান পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২০, ১৯:৩০

আর্মেনিয়া-আজারবাইজান পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা

আন্তর্জাতিক সংলাপে রাজি না হওয়ায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা। আল জাজিরা ও দ্য ইকোনমিস্ট এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন: আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

নাগর্নো-কারাবাথ অঞ্চল নিয়ে টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে দুই ইউরোপীয় দেশের। রোববার শুরু হওয়া এই লড়াইয়ে উভয়পক্ষের কয়েকশ’ হতাহত হয়েছেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর এই প্রথম কোনও দুই সাবেক সদস্য এতোবড় সংঘাতে জড়ালো।

আরো পড়ুন: আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে নিহত বেড়ে ৮১ আজারবাইজানের জেনারেল প্রসিকিউটারের কার্যালয় থেকে দাবি করা হয়েছে, আর্মেনিয়া সংঘাতরত অঞ্চল থেকে ৯০ কিলোমিটার দূরের শহর তেরতেরে ভারী গোলাবর্ষণ করেছে। এই ঘটনায় শহরটির ব্যাপক ক্ষতির সঙ্গে মারা গেছেন অনেক বেসামরিক মানুষ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা এর জবাবে যে গোলাবর্ষণ করেছে তাতে আর্মেনিয় সেনাবাহিনীর নরকদর্শন হয়ে গেছে।

আরো পড়ুন: আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধ: নিহত বেড়ে ৬৭

এদিকে নিজেদের ট্যাঙ্ক উপস্থিতি আরও বাড়িয়েছে দুই পক্ষই। উভয় পক্ষ থেকেই বলা হচ্ছে তারা পূর্ণ মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুতি চালাচ্ছে। এখন পর্যন্ত আজারবাইজানের ৬টি আর আর্মেনিয়ার ১১টি ট্যাঙ্ক ধ্বংসের খবর পাওয়া গেছে। আজারবাইজানের একটি হেলিকপ্টার আর আর্মেনিয়ার একটি ড্রোনও বিধ্বস্ত হয়েছে।

আরো পড়ুন: আজারবাইজান সম্পর্কে অজানা কিছু তথ্য

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত