ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

বোমায় কেঁপে উঠলো ভোটকেন্দ্র, আহত ১৫

বোমায় কেঁপে উঠলো ভোটকেন্দ্র, আহত ১৫

আফগানিস্তানে কড় নিরাপত্তার মধ্যে চলছে ভোট। তবে শনিবার ভোট শুরুর মাত্র এক ঘণ্টা পরেই দেশের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের এক ভোটকেন্দ্রে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সাধারণতঃ জঙ্গি গোষ্ঠী তালেবানরাই দেশটিতে বোমা হামলা চালিয়ে থাকে। এর আগে তারা ভোটারদের প্রতি ভোট বর্জনেরও ডাক দিয়েছিলো।

শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটারদের জন্য খুলে দেয়া হয়েছে ভোটকেন্দ্রগুলো। একটানা ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা অব্দি।

ভোট দেয়ার জন্য দেশ জুড়ে মোট ৪৯,৪০২টি ভোটকেন্দ্র স্থাপণ করা হয়েছে। তবে নিরাপত্তার হুমকির মুখে বন্ধ করে দেয়া হয়েছে ৪১০টি কেন্দ্র। যদিও নির্বাচনের দিন সহিংসতা মোকাবেলায় দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৭২ হাজারের বেশি সেনা।

নির্বাচনের মাত্র দু’দিন আগে ভোটারদের প্রতি ভোট বর্জনের ডাক দিয়েছে তালেবানরা। বৃহস্পতিবার প্রচারিত এক বিবৃতিতে তারা আফগান জনগণকে উদ্দেশ্য করে বলেছে, ‘আমরা দেশবাসীকে নির্বাচনের দিন ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানাচ্ছি। যাতে কারো কোনো ক্ষতি না হয়।’

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত