ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

রিকশাচালক থেকে রাতারাতি ৩৪ কোম্পানির মালিক!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ০৪:৪২

রিকশাচালক থেকে রাতারাতি ৩৪ কোম্পানির মালিক!
ছবি ইন্টারনেট থেকে নেয়া

নাম কৃষ্ণপ্রসাদ। পেশায় রিকশাচালক। সামর্থ্য নেই তবুও স্বপ্ন দেখেন একটি নতুন রিকশা কেনার। কিন্তু, হঠাৎ করেই ঘটলো আশ্চর্য এক ঘটনা! যে লোকটার কয়েকদিন আগে রিকশা কেনার সামর্থ্য ছিলো না সে কিনা রাতারাতি বনে গেলো ৩৪টি কোম্পানির প্রধান! অথচ এমন খবর পেয়েও খুশি নন কৃষ্ণপ্রসাদ।

আপনারা হইতো অবাক হচ্ছেন কিন্তু এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থানার প্রভাসনগরের গুরুগার্ডেন এলাকায়।

জানা গেছে, রিকশাচালক কৃষ্ণপ্রসাদের বাড়িতে ভারত সরকারের রেজিস্ট্রার অব কম্পানিজের রাজ্য শাখা থেকে একটি চিঠি এসেছিলো। ওই চিঠি অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ২০ মার্চের মধ্যে মোট ৩৪টি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব নেন কৃষ্ণপ্রসাদ। কোম্পানির আইন অনুযায়ী একসঙ্গে ২০টির বেশি সংস্থার প্রধান পদে থাকার জন্য আইন লঙ্ঘনকারী হিসেবে সতর্ক করে এই চিঠি পাঠানো হয় কৃষ্ণপ্রসাদকে।

ওই চিঠি হাতে পাওয়ার এক মাসের মধ্যে পছন্দমতো ২০টি কোম্পানিকে বেছে নিয়ে বাকিগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। এটা না করলে ভারত সরকারের করপোরেট অ্যাফেয়ার্স মন্ত্রণালয় আইন লঙ্ঘনকারী হিসেবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

এমন ঘটনায় রিকশাচালক কৃষ্ণপ্রসাদ জানান, ‘আমরা খুব গরিব। এলাকার এক মালিকের কাছ থেকে রিকশা ভাড়া নিয়ে কোনোমতে দিন পার করি। এসবের মানেই তো আমি বুঝতে পারছি না। বিস্ময়কর এই ঘটনার পেছনে এলাকার আরেক বাসিন্দা পবন মণ্ডলের হাত থাকতে পারে বলে সন্দেহ করেছেন কৃষ্ণপ্রসাদ।’

পরে এ বিষয়টি শ্রীরামপুর থানাতেও জানিয়েছেন তিনি। কৃষ্ণপ্রসাদের কথায়, রিকশা চালানোর সূত্রে পবন মণ্ডলের সঙ্গে কয়েক বছর আগে পরিচয় হয় তার। তখন কৃষ্ণপ্রসাদের রিকশায় যাতায়াত করতেন পবন। বছর তিনেক আগে পবন কৃষ্ণপ্রসাদকে নিজস্ব রিকশা করে দেয়ার জন্য ব্যাংক ঋণের কথা বলেন। তারপর সেই ব্যাংক ঋণ পাওয়ার জন্য চেয়ে নেন কৃষ্ণপ্রসাদের ভোটার কার্ড।

তিনি আরও জানান, কিছুদিন পরে ব্যাংক ঋণের কাগজপত্রে স্বাক্ষর করানোর জন্য কৃষ্ণপ্রসাদকে কলকাতাতেও নিয়ে যান পবন। এরপর থেকে মাঝে মাঝে কৃষ্ণপ্রসাদের ঠিকানায় কাগজপত্র এলে তা নিয়ে যেতেন পবন। সেই সময় তিনি সামান্য কিছু অর্থও দিয়েছিলেন কৃষ্ণপ্রসাদের হাতে।

কৃষ্ণপ্রসাদের এই অভিযোগে প্রতারক পবন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গ্রেপ্তার পবন মণ্ডল কলকাতার বড়বাজারে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। ওই সংস্থারই বিভিন্ন কোম্পানির প্রধান পদে বসিয়েছেন সহজ সরল রিকশাচালক কৃষ্ণপ্রসাদের নাম।

তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, হইতো কৃষ্ণপ্রসাদের নামে বড়সড় ব্যাংক জালিয়াতি করতেও পারে প্রতারক চক্রটি।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত