ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আসুন, পুরুষের ওপর থেকে চাপ কমাই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ১৯:৪৯  
আপডেট :
 ১৯ নভেম্বর ২০২১, ২০:২৩

আসুন, পুরুষের ওপর থেকে চাপ কমাই
ছবি: ফেসবুক

প্রতিবছর ১৯ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় পুরুষ দিবস। নারী দিবসের মতো পুরুষ দিবস এতটা আলোচিতও নয়। সমাজে নারীদের সমস্যা নিয়ে যতটা নড়াচড়া হয় পুরুষরা বলতে গেলে সে জায়গায় অনেকটাই বঞ্চিত। অনেক ক্ষেত্রে অবহেলা, মানসিক নির্যাতন, গুরুত্বহীনতার চাপে পড়ে পুরুষরা। তবে সমাজে এসব নিয়ে কথা কমই শোনা যায়। এক্ষেত্রে পুরুষদের পাশে দাঁড়িয়েছেন কণ্ঠশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন।

শুক্রবার সন্ধ্যায় পুরুষ দিবস নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট দেন তিনি।

লোপা হোসেইনের ফেসবুক পোস্টটি বাংলাদেশ জার্নাল পাঠকদের জন্য তুলে ধরা হল-

এদেশে একটা ছেলেকে স্কুলে ভর্তি হবার পর থেকেই শুনতে হয় যে তাকে পরিবারের দায়িত্ব নিতে হবে। তাই তাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি পেতে হবে, ইনকাম করে পরিবারের সবার ভরণপোষণের দায়িত্ব নিতে হবে। লেখাপড়ায় ভালো না হলে অপমান সহ্য করা, যেভাবেই হোক টাকা কামানো, ইনকাম কম হলে সবার অসন্তুষ্টি সহ্য করা, একটু একটু করে সন্তানদের জন্য জমা করা, এরপর সন্তানরা বড় হয়ে রোজগারি-সংসারি হয়ে গেলে অনেক পরিবারেই পুরনো আসবাবপত্র হয়ে পড়ে থাকা... এক পাহাড় সমান চাপ বুকে নিয়ে চলতে চলতে বেশিরভাগের পরিণতি হয় হার্ট অ্যাটাক।

আসুন, পুরুষের ওপর থেকে চাপ কমাই। সন্তানদের শেখাই যে পরিবারের দায়িত্ব ছেলে এবং মেয়ে উভয়কেই নিতে হবে, উভয়কেই ক্যারিয়ার সচেতন হতে হবে। স্ত্রীরা ঘুষ খাওয়া, দুর্নীতিবাজ স্বামীদের বোঝায় যে অল্প আয়েও সুখী হওয়া যায়। সেইসাথে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবারের খরচ সমানভাবে বহন করার দায়িত্ব নিই। আর সন্তানরা আবদার করার আগে ভাবি বাবার ইনকাম কত।

আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত