ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

নতুন তিন বই নিয়ে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  জবি প্রতিনিধি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৫

নতুন তিন বই নিয়ে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এবছরও অমর একুশে বইমেলায় অংশ নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিনিধি

প্রতিবারের মতো এবছরও অমর একুশে বইমেলায় অংশ নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারের নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি।

রোববার (৪ ফেব্রুয়ারি) চারুকলা অনুষদের ডিন ও অমর একুশে বইমেলা ২০২৪-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে প্রাপ্ত স্টল ‘সাজ সজ্জা’ কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহা. আলপ্তগীন সাক্ষরিত বিজ্ঞতিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রতিবারের মতো এবারও অংশগ্রহণ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণের বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল (৮১১-৮১২) এর শুভ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে বই প্রকাশনার কাজ শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ২০১৮ সাল থেকে বই মেলায় স্টল দিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টি। এবারের অমর একুশে গ্রন্থমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলের নকশা করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মীর সাব্বির।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত