ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ সচিবালয় প্রান্তে মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ সচিবালয় প্রান্তে মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন।
  • তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
  • বিজয়ের মাসে কাজ নেই রাজধানীর ছোট ছোট টেইলারিং কারখানাগুলোতে একরকমের কর্মহীন সময় পার করতে হচ্ছে কারিগরদের। ছবি তোলা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে।
    বিজয়ের মাসে কাজ নেই রাজধানীর ছোট ছোট টেইলারিং কারখানাগুলোতে একরকমের কর্মহীন সময় পার করতে হচ্ছে কারিগরদের। ছবি তোলা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে।
  • রাজবাড়ীর বাজার গুলোতে চড়া দামে আলু বিক্রি হচ্ছে। প্রতিটি সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে।
    রাজবাড়ীর বাজার গুলোতে চড়া দামে আলু বিক্রি হচ্ছে। প্রতিটি সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে।
  • সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • রাজধানীর রমনা পার্কে দর্শনার্থীদের প্রবেশ সময় বিকাল ৪টা নির্ধারন করায় দিনের বেশীর ভাগ সময় সুনসান নিরবতার চাদরে ঘেরা থাকে, সেই সুযোগে পুরো পার্ক জুড়ে বেড়েছে পাখিদের আনাগোনা। প্রায় প্রতিটি গাছেই ঝুলছে শতশত বাদুড়।
    রাজধানীর রমনা পার্কে দর্শনার্থীদের প্রবেশ সময় বিকাল ৪টা নির্ধারন করায় দিনের বেশীর ভাগ সময় সুনসান নিরবতার চাদরে ঘেরা থাকে, সেই সুযোগে পুরো পার্ক জুড়ে বেড়েছে পাখিদের আনাগোনা। প্রায় প্রতিটি গাছেই ঝুলছে শতশত বাদুড়।
  • ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার প্রচেষ্টায় মিরপুরের কালশীর নাভানা টাওয়ারে পাশে অবস্থিত তালতলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকাল সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
    ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার প্রচেষ্টায় মিরপুরের কালশীর নাভানা টাওয়ারে পাশে অবস্থিত তালতলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকাল সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
  • দিনাজপুর বীরগঞ্জে কবর স্থানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
    দিনাজপুর বীরগঞ্জে কবর স্থানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।