ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

এক দফা আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান গয়েশ্বরের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ২১:৩০  
আপডেট :
 ০১ অক্টোবর ২০২১, ২১:৪১

এক দফা আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান গয়েশ্বরের
ছবি: সংগৃহীত

সরকারবিরোধী এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপি নেতাকর্মীদেরকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে ‘নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে’ এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সরকার কয়েকদিন পরপর বিএনপিকে আইটেম দেয় উল্লেখ করে তিনি বলেন, এই আইটেম নিয়ে আমরা (বিএনপি) দৌড়াদৌড়ি করি। কিন্তু এখন একটাই আইটেম হতে হবে।

আন্দোলন আসছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি যদি কর্মীদের বলি, তোরা সাবধানে থাকিস তাহলে কি তারা আন্দোলনে আসবে? কর্মীদেরকে বলতে হবে আমি থাকব, তোমরা আইসো।

নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, সরকারে যদি একটা শয়তান থাকে তাহলে নির্বাচন কমিশনের পাঁচটা ফেরেশতা দিলে কি হবে? তাই সরকারের শয়তানটা তাড়ানো জরুরি। এরপর নির্বাচন কমিশন যেই হোক, আমাদের একটা নির্বাচন করার সম্ভাবনা থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি শাহ আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুনুর রশীদ, নিলোফার চৌধুরী মনি প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/এমজে

  • সর্বশেষ
  • পঠিত