ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

হাসপাতালে সৌরভ গাঙ্গুলীর সর্বশেষ অবস্থা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২১, ১৭:৩৮

হাসপাতালে সৌরভ গাঙ্গুলীর সর্বশেষ অবস্থা
সৌরভ গাঙ্গুলী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

জানা গেছে, শনিবার সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপরই দ্রুত সাবেক ভারত অধিনায়ককে হাসপাতালে ভর্তি করা হয়।

সৌরভ গাঙ্গুলীর পরিবার এবং হাসপাতাল সূত্রে খবর, তার হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গেছে। একটি ব্লকেজ সরাতে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। বাইপাস করা হবে কি না সে বিষয়ে কথা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী স্থিতিশীল সৌরভ গাঙ্গুলী। তাকে আইসিইউ বেডে দেওয়া হয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ক্যাথল্যাবে পর্যবেক্ষণে রয়েছেন সৌরভ। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তার শরীরে একটি স্টেন্ট বসানো হয়েছে। তবে তার হার্টে কটি ব্লকেজ রয়েছে বা আরও স্টেন্ট বসানো হয়েছে কি না তা এখনও জানা যায়নি। চিকিৎসকরা বলছেন যা যা ওষুধ দেওয়া হয়ে তাতে সৌরভের স্বাস্থ্যের উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এখনও নিশ্চিতভাবে কিছুই জানায়নি চিকিৎসকরা।

মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী। তাকে দেখতে হাসপাতালে পৌঁছলেন সানা গাঙ্গুলী।

ভারতের অন্যতম সফল অধিনায়কের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ক্রিকেট মহল। একের পর এক টুইটে বিসিসিআইয়ের সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং ও মিতালি রাজরা।

কোহলি তার টুইটারে লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করি। গেট ওয়েল সুন’।

ঋদ্ধিমান সাহা লিখলেন, 'দাদা অসুস্থ! খবরটা পেয়ে অবাক হয়ে গিয়েছি। তোমার সুস্থতা কামনা করি।'

বিরাট ও ঋদ্ধির মত একইরকম অবাক হয়েছেন মোহম্মদ শামি। তিনি টুইটারে লিখলেন, 'গেট ওয়েল সুন দাদা।'

গৌতম গম্ভীরের টুইট, ‘সৌরভ গাঙ্গুলীর দ্রুত সুস্থতা কামনা করি। (শরীরের) খেয়াল রেখো। ঈশ্বর মঙ্গল করুন।’

শেবাগ লেখেন, ‘দাদা, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত