প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:২০
চোট পেয়ে মাঠের বাইরে সাকিব
সিরিজ জুড়ে দারুণ বোলিং করা সাকিব আল হাসান মাঠ ছাড়লেন ওভার অসমাপ্ত রেখে। ৩০তম ওভারে সাকিবকে আক্রমণে ফেরান তামিম ইকবাল। চতুর্থ বলে প্রথম বোঝা যায় কুঁচকিতে কোনো সমস্যা অনুভব করছেন বাঁহাতি স্পিনার। লং অনের দিকে যাওয়া বল তাড়া করতে গিয়ে থেমে যান মাঝ পথে। পরের বলটি করার পর ব্যথায় বসে পড়েন তিনি।
|আরো খবর
ফিজিও এসে দেখার পর একটু চেষ্টা করে দেখেন চালিয়ে যাওয়া সম্ভব কি না। কিন্তু ব্যথার জন্য শেষ বলটি না করেই মাঠ ছাড়েন সাকিব। সেই ওভার শেষ করেন সৌম্য সরকার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১১৬/৫। শেষ ২০ ওভারে ১৮২ রান চাই ক্যারিবিয়ানদের।
বাংলাদেশ জার্নাল/টিআই