ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

করোনায় আক্রান্ত আফ্রিদি

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৯:৫৪

করোনায় আক্রান্ত আফ্রিদি
ছবি- সংগৃহীত

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এবার করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া পিএসএলের আগে আরটি-পিসিআর টেস্টে পজিটিভ হন তিনি। আপাতত নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন এই পাক অলরাউন্ডার।

করোনা আক্রান্তের খবর টুইটারে নিশ্চিত করে আফ্রিদি লিখেন, দুর্ভাগ্যজনকভাবে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু একটুও উপসর্গ নেই। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। যত দ্রুত সম্ভব কোয়েটা গ্লাডিয়েটর্সে যোগ দেব। পিএসএল’র প্রতিটি দলের জন্য শুভেচ্ছা রইল। অবশ্যই আমার শেষ পিএসএলে নিজের সেরাটা উজার করে দিবো।

পিসিবি করোনা প্রটোকল মেনে আগামী সাত দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন আফ্রিদি। সাত দিনের কোয়ারেন্টাইন শেষে আবারও করোনা পরীক্ষায় নেগেটিভ এলেই দলের সাথে যোগ দিতে পারবেন তিনি।

এবারের পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন ৪১ বছর বয়সী আফ্রিদি।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এমজে

  • সর্বশেষ
  • পঠিত