ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

বেঙ্গালুরুকে ২২৩ রানের লক্ষ্য দিলো কলকাতা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১৯:০২

বেঙ্গালুরুকে ২২৩ রানের লক্ষ্য দিলো কলকাতা
সংগৃহীত ছবি

শুরুটা দারুণ হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। ঝড়ো ওপেনিংয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল দলটি। মাঝে টানা কয়েকটি উইকেট হারিয়ে গতি কমে আসে। শেষমেষ ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক কেকেআর। এবার জয়ে ফেরার লক্ষ্যে কেকেআর মুখোমুখি হলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

অধিনায়ক স্রেয়াশ আয়ার হাফ সেঞ্চুরি করেন। সর্বোচ্চ রানের ইনিংস ৫০। বাকিদের আর কেউ হাফ সেঞ্চুরি করতে পারেনি। তবে, মাঝারি মানের বেশ কয়েকটি ইনিংসের কারণে বেঙ্গালুরুর সামনে ২২৩ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে কেকেআর।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্ট এবং সুনিল নারিন মিলে ঝড় তোলার ইনিঙ্গত দেন। ৪.২ ওভারেই ৫৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা দু’জন। ১৫ বল খেলে এ সময় আউট হয়ে যায় সুনিল নারিন। ১৪ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন ফিল সল্ট। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি।

অঙ্করিশ রঘুভানসি ৩ রান করে আউট হয়ে গেলেও কেকেআরের বড় স্কোর গড়তে অসুবিধা হয়নি। কারণ, ভেঙ্কটেশ আয়ার ৮ বলে ১৬, স্রেয়াশ আয়ার ৩৬ বলে ৫০ রান করেন। রিঙ্কু সিং করেন ১৬ বলে ২৪ রান। আন্দ্রে রাসেল অপরাজিত ছিলেন ২০ বলে ২৭ রান করে। ৯ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন রামদিপ সিং।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত