ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ধরলা নদীতে ১০০ কেজি ওজনের ডলফিন!

ধরলা নদীতে ১০০ কেজি ওজনের ডলফিন!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে জেলেদের জালে একটি বিশাল আকৃতির মিঠা পানির ডলফিন (শুশুক) ধরা পড়েছে। মঙ্গলবার বিকালে শেখ হাসিনা সেতুর এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে প্রায় আড়াই মন ওজনের এ শুশকটি ধরা পড়ে। শুশক ধরা পড়ার খবরে এক নজর দেখার জন্য মুহূর্তের মধ্যে নদীর পাড়ে কয়েকশত উৎসুক নারী পুরুষের ঢল নামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধরলা সেতুর পশ্চিমে গভীর পানিতে মাছ ধরার জন্য জাল ফেলে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ছিনাই এলাকার হাড্ডু মিয়াসহ একদল জেলে। সেই জালেই ধরা পড়ে বিশাল আকৃতির ডলফিনটি। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ডলফিনটি দেখতে ভিড় জমিয়েছেন।

কাঁঠালবাড়ী ছিনাই এলাকার জেলে সর্দার হাড্ডু মিয়া বলেন, ডলফিনের তেল বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এটি অন্তত ৩৫ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করছি।

  • সর্বশেষ
  • পঠিত