ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জন হাসপাতালে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১৮:৪৮

ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জন হাসপাতালে
ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩ জন ঢাকা মহানগরে এবং বাকি ৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১১১ জনে। তাদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৫৯ জন, ঢাকার বাইরে এ সংখ্যা ৫৫।

জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ৫৫ জন। যাদের মধ্যে ১৪ জন মারা গেছেন। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। মার্চে আক্রান্ত হয়েছে ৩১১ জন, যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

চলতি মাস এপ্রিলের ২৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন, তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত