ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

প্রলোভন দেখিয়ে নারীর টাকা হাতিয়ে নিলেন শিক্ষক

  পিরোজপুর প্রতিনিধি:

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪০  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৬

টাকা হাতিয়ে নিলেন শিক্ষক

পিরোজপুরের ভারিয়ায় এক নারীকে লাইব্রেরিয়ান পদে চাকরির প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী হাফিজা আক্তার বৃহস্পতিবার ভারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ভারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে দক্ষিণ ভিটাবাড়ীয়ার গ্রামের মতিউর রহমান মধূর স্ত্রী হাফিজা আক্তারকে চাকরির দিবে বলে গত বছরের ৩ জুন নগদ দুই লাখ টাকা নিয়েছেন একই গ্রামের ফজলুর রহমান সিকদারের ছেলে ও উত্তর শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: আসাদ। কিন্তু শিক্ষক আসাদ লাইব্রেরিয়ান পদে চাকরি না দিয়ে সকল টাকা আত্মসাৎ করেন। উক্ত প্রতারক শিক্ষক আসাদের কাছে টাকা চাইতে গেলে তিনি আজকাল দিবে বলে তালবাহানা করে আসছেন।

অভিযুক্ত শিক্ষক আসাদের বাড়ীতে এ বিষয়ে জানতে গেলে তিনি গা ঢাকা দেন। তবে, পরে তিনি মোবাইলে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন।

ভারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিকদার দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে এ ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নিবো।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত