ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ইসির উদ্যোগে ইভিএম প্রদর্শনী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩০

ইসির উদ্যোগে ইভিএম প্রদর্শনী

ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম-এর ব্যবহার সর্ম্পকে ভোটারদের সচেতন করতে দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ ও ১৫ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ইভিএম-এর প্রদর্শনী প্রসঙ্গে ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, ইভিএম কীভাবে কাজ করে এবং এ সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

তিনি আরো জানান, ইভিএম প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী মেলা চলবে। মেলাটি সকলের জন্য উন্মুক্ত।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের এক তৃতীয়াংশ কেন্দ্রে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ইভিএম কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত