ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

কুড়িগ্রাম জিয়া বাজারে ভ্রাম্যমান আদালত ও দোকানির সংর্ঘষ

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১৮:৩১

ভ্রাম্যমান আদালত ও দোকানির সংর্ঘষ

কুড়িগ্রাম জেলা সদরে জিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে পলিথিন কেনাবেচার অভিযোগ তুলে জরিমানা করলে দোকানি ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্টেটের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে ধরপাকর শুরু করলে বাজারের লোকজন ইঁপাটকেল নিক্ষেপ করে। বাজারে উত্তেজনা ও ভিড় কমাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে জিয়া বাজার সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, বাজারের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সহ আটজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, বাজারে অনাকাঙ্খিত ঘটনা এড়াতেই পুলিশ ফাঁকা গুলি করে।

এ রির্পোট লেখা পর্যন্ত বাজারে উত্তেজনা বিরাজ করছিল।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত