ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

১ লাখ ৮৬ হাজার ২৪০ মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:০৮

১ লাখ ৮৬ হাজার ২৪০ মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন

বর্তমানে সারাদেশে ১ লাখ ৮৬ হাজার ২৪০ জন মুক্তিযোদ্ধার অনুকুলে মাসিক জনপ্রতি ১০ হাজার হারে সম্মানি ভাতা ও বছরে ২টি মূল ভাতার সমপরিমাণ উৎসব ভাতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার সংসদে এমপি ছলিম উদ্দীন তরফদারের (নওগাঁ-৩) এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছর হতে সারা দেশের মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক মূল বাতার ২০ শতাংশ হিসেবে অর্থাৎ জনপ্রতি ২ হাজার টাকা হারে বাংলা নববর্ষ ভাতা এবং জীবিত মুক্তিযোদ্ধাদের অনুকূলে জনপ্রতি ৫ হাজার টাকা করে বিজয় দিবস ভাতা হিসেবে দুটি বিশেষ ভাতা দেয়া হচ্ছে।

এমপি মনিরুল ইসলামের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশে ২ হাজার ৯৬১টি বাসস্থান নির্মাণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত