ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

খুলনার প্লাটিনাম জুট মিলের উৎপাদন বন্ধ

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৭, ১৭:০৬  
আপডেট :
 ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৭

খুলনার প্লাটিনাম জুট মিলের উৎপাদন বন্ধ

বকেয়া ৮ সপ্তাহের মজুরির দাবিতে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলী জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়েছেন। গতকাল বুধবার সকালে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা উৎপাদন বন্ধ করে মিলে বিক্ষোভ করেন।

মিলের শ্রমিক মিজানুর রহমান জানান, মিল শ্রমিকদের প্রায় সাত সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। বকেয়া মজুরি দাবিতে গড়িমসি করা হচ্ছে। শ্রমিকরা মজুরি না পেয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন। বকেয়া মজুরির দাবিতে তারা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ করেছেন।

প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সেলিম আকন্দ বলেন, ৭/৮ সপ্তাহের বকেয়া মজুরি না পাওয়ায় মিলের ৫ হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তারা তাই বাধ্য হয়ে মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছেন।

তিনি জানান, দুপুর ২ টার পরে মিলের জেনারেল ম্যানেজার তার কার্যালয়ে বৈঠকের জন্য শ্রমিক নেতাদের ডেকেছেন। সেখানে বৈঠক অব্যাহত রয়েছে। এমএ/

  • সর্বশেষ
  • পঠিত