ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এবার মাদ্রাসা শিক্ষায় ‘দুর্নীতিবিরোধী গল্প-প্রবন্ধ’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ২২:৩৯

এবার মাদ্রাসা শিক্ষায় ‘দুর্নীতিবিরোধী গল্প-প্রবন্ধ’

দেশে দুর্নীতি প্রতিরোধে এবার মাদ্রাসা শিক্ষায় যুক্ত হতে যাচ্ছে দুর্নীতিবিরোধী গল্প ও প্রবন্ধ। ২০২০ সাল থেকে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যসূচিতে এই বিষয়টি যুক্ত করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিষয়টির প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নির্দেশনাও চলে গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) কাছে।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. আব্দুল খালেক জানান, দুর্নীতি প্রতিরোধের বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য দুদক মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছিল। আমরা মাদ্রাসা অধিদফতরের সুপারিশের পর মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে এ ব্যাপারে অভিমত চেয়েছিলাম। তারা অভিমত দিয়েছিল। এখন কাজ চলছে।

এর আগে পাঠ্যসূচিতে দুর্নীতিবিরোধী বিষয় অন্তর্ভুক্ত করার গুরুত্ব দিয়ে দুদক শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা পাঠায়। ওই প্রস্তাবনায় বলা হয়, মাদ্রাসায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ইসলামের ইতিহাস ইত্যাদি বিষয় বাধ্যতামূলকভাবে পড়ানো হয়। এসব পাঠ্যবইয়ে দুর্নীতি বিরোধী তথা নৈতিকতার বিষয় সম্পৃক্ত করে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করা ও নৈতিকতা বৃদ্ধি করা সম্ভব।

দুদকের এই প্রস্তাবের পর মাদ্রাসা শিক্ষা অধিদফতর ষষ্ট শ্রেণি থেকে নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিশ্বপরিচয় ও ইসলামের ইতিহাসসহ বাধ্যতামূলক পাঠ্যবইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত করতে সুপারিশ করে। পরে সবার অভিমতের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় পাঠ্যসূচিতে দুর্নীতিবিরোধী গল্প, প্রবন্ধ বা নৈতিক শিক্ষামূলক বিষয় অন্তর্ভুক্ত করতে নীতিগত সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত