ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

দুই কোরিয়ার নেতার আকস্মিক সাক্ষাৎ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০১৮, ১৭:৫৭  
আপডেট :
 ২৬ মে ২০১৮, ১৯:৪৩

দুই কোরিয়ার নেতার আকস্মিক সাক্ষাৎ

দুই দেশের সীমান্তের বেসামরিক এলাকায় আকস্মিক সাক্ষাতে মিলিত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো সাক্ষাতে মিলিত হলেন দুই কোরিয়ার নেতা। খবর বিবিসি'র।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বৈঠক সফল করার পূর্বপ্রস্তুতি হিসেবেই এই আকস্মিক সাক্ষাৎকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গত বৃহস্পতিবার আগামী ১২ জুন পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরবর্তীতে তিনি আবার বৈঠক পুনর্বহালের ইঙ্গিত দেন

শনিবার স্থানীয় সময় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পানমুনজোমের বেসামরিক এলাকায় দুই কোরিয়ার নেতা এক বৈঠকে মিলিত হন বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের অফিস।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস জানায়, 'যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠক সফলভাবে সম্পন্ন করার জন্য দুই নেতা মতবিনিময় করেছেন।' এই বৈঠকের বিস্তারিত রোববার জানানো হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, কিম-ট্রাম্পের বৈঠকটি সম্পন্ন হলে সেখানে কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি প্রধান আলোচ্য হিসেবে বিবেচিত হবে।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত