ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন জর্ডানের প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৯:২৯

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন জর্ডানের প্রধানমন্ত্রী

কর বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি। খবর: গার্ডিয়ান, বিবিসি'র।

সম্প্রতি কর বৃদ্ধি ও সরকারি ব্যয় কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় জর্ডান সরকার। যার অংশ হিসেবে কয়েকদিন আগে পার্লামেন্টে নতুন একটি কর বিল প্রস্তাব করা হয়।

ওই কর বিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সমর্থিত বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে।

কিন্তু বিক্ষোভকারীদের দাবি, নতুন ওই কর বিল দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

ওই বিলের প্রতিবাদে রাজধানী আম্মানের রাস্তায় কয়েকদিন ধরে বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বাদশাহ আব্দুল্লাহর কাছে তাকে সরিয়ে দেয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শনিবার রাতে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ করে দেয় এবং টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এদিকে, উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাদশাহ আব্দুল্লাহ।

এমন অশান্ত পরিবেশের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী হানি।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত