ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

সেনাদের যুদ্ধে নামিয়ে খেলা দেখতে গেলেন সৌদি ক্রাউন প্রিন্স

সেনাদের যুদ্ধে নামিয়ে খেলা দেখতে গেলেন সৌদি ক্রাউন প্রিন্স

ইয়েমেনের বন্দর শহর হোদেইদার দখল নিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সৈন্যদের অভিযানের মধ্যেই রাশিয়ায় গিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই সারিতে বসে খেলা দেখেন সৌদি ক্রাউন।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে বিলাসবহুল বক্সে বসে সৌদি ফুটবল দলের জন্য উল্লাস প্রকাশ করতেও দেখা গেছে তাকে।

রাশিয়ার তৃতীয় গোলের পর পুতিনের দিকে তাকিয়ে সৌদি ক্রাউন হতাশার অঙ্গভঙ্গিও ধরা পড়ে টিভি ক্যামেরায়। এ খেলায় সৌদি আরবের ভরাডুবি হয়েছে। ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।

যুদ্ধের কারণে দেশটির দুই কোটি ৮০ লাখ বাসিন্দার মধ্যে ৮০ লাখই দুর্ভিক্ষের হুমকির মধ্যে আছে বলে সতর্ক করেছে জাতিসংঘও।

নিউ ইয়র্ক টাইমস জানায়, হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদার দখল নিতে বুধবার তীব্র হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন ‘সুন্নি নেটো’।

এ দফার যুদ্ধে গোয়েন্দা তথ্য, বিমান ও মাইন পরিষ্কারে মার্কিন নৌ বাহিনীর সহযোগিতা চেয়েছিল আরব আমিরাত। কিন্তু ইচ্ছা থাকলেও ট্রাম্প প্রশাসন সেই পথে হাঁটতে পারেনি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

তবে ফ্রান্স হোদেইদার সমুদ্রবন্দরের আশপাশে হুতিদের পুঁতে রাখা মাইন পরিষ্কারে সৌদি নেতৃত্বাধীন জোটকে সাহায্য করতে রাজি হয়।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত