ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

১৩ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আমিরাতের

১৩ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের মোট ১৩টি দেশে ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে সরকার। এদের মধ্যে কাতারসহ তিন দেশে ভ্রমণের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাকি ১০ দেশে ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আরব আমিরাতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে বার্ষিক ছুটি। আর এ সময়ই দেশের নাগরকদের ১৩টি দেশে ভ্রমণের ওপর নির্দেশনা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার প্রচারিত নির্দেশনায় বলা হয়েছে; রাজনৈতিক ও নিরাপত্তা জনিত কারণে কাতার, লেবানন ও সাউথ ককেসাসের কারাবাখে ভ্রমণ করতে পারবে না সে দেশের লোকজন।

ওই একই কারণে পাকিস্তানসহ আরো ১০টি দেশ সফরে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওই মন্ত্রণালয়। বাকি ৯টি দেশ হচ্ছে: ব্রাজিল, মাদ্রাগাস্কার, কঙ্গো প্রজাতন্ত্র, ইয়েমেন, দক্ষিণ সুদান, আফগানিস্তান, সোমালিয়া, ইউক্রেন, সিরিয়া, নাইজেরিয়া, ইরাক ও লিবিয়া।

সূত্র: গালফ নিউজ

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত