ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

গাজায় অস্ত্রবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১০:১৩  
আপডেট :
 ২২ জুলাই ২০১৮, ১০:১৯

গাজায় অস্ত্রবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

গাজায় কট্টর ইসলামপন্থী শাসকগোষ্ঠী হামাস ও ইসরায়েল শনিবার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার ইসরায়েলি এক সৈনিকসহ পাঁচজন নিহত হওয়ার পর উভয়পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয় বলে ফিলিস্তিনি দলের এক মুখপাত্র এই কথা জানান।

হামাস মুখপাত্র ফাওজি বারহোম এক বার্তায় বলেন, ‘আগের শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যেতে মিশর ও জাতিসংঘের সহযোগিতায় আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।’

উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় অস্ত্রবিরতি চুক্তি।

শুক্রবার ফিলিস্তিনিদের গুলিতে সীমান্তে এক ইসরায়লি সৈন্য নিহত হয়। গাজায় ২০১৪ সালের যুদ্ধের পর এটি ইসরায়েলি সৈন্যের প্রাণ হারানোর প্রথম ঘটনা।

এদিকে ইসরায়েলি বিমান হামলায় তিন হামাস যোদ্ধা নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে।

এছাড়া গাজা-ইসরায়েল সীমান্তে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েল ও হামাস ২০০৮ সাল থেকে মোট তিনবার যুদ্ধে জড়ায়।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত